দক্ষিন এশিয়ার দেশগুলো একসাথে কাজ করলে এই অঞ্চল আরো সমৃদ্ধ হবেঃ প্রধানমন্ত্রী

481

Published on মে 20, 2014
  • Details Image

শ্রীলংকার বিদায়ী হাইকমিশনার ডব্লিউ এ সরথ কুমারা ওয়েরাগোদা আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।

শ্রীলংকান হাইকমিশনার তার বাংলাদেশে অবস্থানকালে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা প্রদান করার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করে বলেন, সুখি, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ ও মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।

সুত্রঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত