573
Published on মে 17, 2014এই প্রকল্পের লক্ষ্য ২০টি দক্ষতাভিত্তিক প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট খাতের শ্রমিকদের প্রশিক্ষণ দানের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলা।
১৯.৫ মিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের এই প্রকল্প দক্ষতা তহবিল, পরিকল্পনা ও সহায়তা পরিষেবা, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও মুল্যায়ন ইত্যাদির মাধ্যমে এই প্রশিক্ষণ প্রকল্পের মান নিশ্চিত করবে।
পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় ১০০০ পরিচালক, প্রশিক্ষক ও মুল্যায়নকারী তৈরি করা হবে; শিক্ষানবিশির মাধ্যমে ১৪৫০০ শ্রমিককে সুদক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা হবে। ৫০০০ সুবিধাভোগীকে চাকুরীর ব্যবস্থা ও পেশাগত সহায়তা এবং ২৫০০ নারীর পাশাপাশি প্রতিবন্ধীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।