কক্সবাজারে নির্মিত হচ্ছে ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু বিদ্যুৎ প্লান্ট

500

Published on মে 17, 2014
  • Details Image

এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ইউএসডিকেজেল ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক ইলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ঢাকায় ডেনিস রাষ্ট্রদূত হানি ফুগল ইসকএজর, বিদ্যুৎ ও জ্বালানী সচিব মনোয়ার ইসলাম, বিপিডিবির চেয়ারম্যান মো. আব্দুহু রুহল্লাহ, ইউএসডিকেজেলের চেয়ারম্যন জার্মি গ্যাথরাইট উপস্থিত ছিলেন।

এ সময় তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, ডেনমার্কের এত বড় বিনিয়োগ প্রমান করে বাংলাদেশের প্রতি বিদেশী বিনিয়োগকারীদের অগাধ আস্থা রয়েছে। এই বিনিয়োগ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপদেষ্টা বলেন, বায়ু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে নতুন এই প্রযুক্তির ব্যবহার বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের উৎস বাড়াবে। তবে কেবল উৎস বাড়ালে হবে না, সবাইকে বিদ্যুৎ ব্যবহারেও সাশ্রয়ী হতে হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ উৎপাদনে সময়োপযোগি প্রযুক্তি নিয়ে আসায় ডেনমার্কের ইউএসডিকেজেল কোম্পানীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কক্সবাজারে এই বিদ্যুৎ প্লান্টের সফলতার ওপর নির্ভর করছে বাংলাদেশে নতুন এই প্রযুক্তির ভবিষ্যত।

ডেনিস রাষ্ট্রদূত হানি ফুগল ইসকএজর বাংলাদেশে ডেনিস কোম্পানীকে বিদ্যুৎ খাতে বিনিয়োগের সুযোগ দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে জানানো হয়, বিপিডিবির সাথে ইউএসডিকেজেল ১৮ বছরের জন্য চুক্তি করেছে। চুক্তিকালীন সময়ে এ প্রকল্প থেকে সরকার প্রতি কিলোওয়াট বিদ্যুৎ প্রায় ৮ টাকা বা ১২ মার্কিন সেন্টের বিনিময়ে কিনতে পারবে। চুক্তির ১২ মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

সুত্রঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত