556
Published on মে 14, 2014এর আগে, জেলার আটটি উপজেলার দুস্থ নারীসহ ৩৬ হাজার ৪৪ সুবিধাভোগী ৪০ দিনের কর্মসংস্থানের ব্যবস্থার লক্ষ্যে ২৬ এপ্রিল থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে।
জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও)আব্দুস সালাম বলেন, প্রকল্পটির আওতায় প্রতিদিন ২০০ টাকা করে মজুরি পাচ্ছেন। সপ্তাহে পাঁচ দিন তারা এলাকার অবকাঠামো উন্নয়নে কাজ করছেন।
হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে।
এই সব হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার লক্ষ্যে এ কর্মসূচি গৃহীত হয়েছে।
ডিআরআরও জানিয়েছে, ‘দুই মাসের এই কর্মসূচির আওতায় দুস্থ নারীসহ প্রত্যেক কার্ডধারী ৪০ দিনের কাজের মজুরি বাবদ ৮ হাজার টাকা আয় করছে।’
সুবিধাভোগী সাবিহা বেগম ও মাজেদুর রহমান জানান, তারা সপ্তাহিক মজুরির ১ হাজার টাকার থেকে প্রতি বৃহস্পতিবার ৮৭৫ টাকা নগদ পাচ্ছেন। অবশিষ্ট ১২৫ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তারা মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন।
সুবিধাভোগী আব্দুস সোবহান, বুলবুলি বেগম, আকলিমা খাতুন, আব্দুস সবুর, আনোয়ারা বেগম ও নরেন্দ্র নাথ এ বিশেষ ইজিপিপি প্রকল্পের জন্য সরকারকে ধন্যবাদ জানান। এর ফলে তারা গত বছরের মতো এ বছরও অতিরিক্ত অর্থ উপার্জন করবেন।