565
Published on মে 10, 2014শনিবার সকালে রাজধানীর হোটেল রুপসী বাংলায় এক সংবাদ সম্মেলনে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’ শিরোনামে মেলার লোগো উন্মোচন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথমবারের মতো সরকারি ও বেসরকারি যৌথ ব্যবস্থাপনায় এতো বড় আয়োজন করা হয়েছে, যার দায়িত্ব নিয়েছে বেসিস। আমরা আশা করি, ইতিহাসের সবচেয়ে বড় সামিট করবো।’
তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করার জন্য এদেশে যে যথেষ্ট সুযোগ ও দক্ষ জনবল রয়েছে তাও একইসঙ্গে আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরা হবে।’
ডিজিটালওয়ার্ল্ড ২০১৪ এর অংশ হিসেবে থাকবে সফটএক্সপো, ই-গভার্নেন্স প্রদশর্নী এবং মোবাইল ইনোভেশন এক্সপো। পাশাপাশি প্রায় ৩০টি সেমিনার এবং ১০টি টেকনিক্যাল সেশন থাকবে। চারদিনের আয়োজনকে ভাগ করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, সিইও নাইট, অ্যাওয়ার্ড নাইট, আউটসোর্সিং ফোরাম এবং সমাপনী অনুষ্ঠান এই পাঁচ ভাগে।
সফট এক্সপোতে ১১৭ টি এবং মোবাইল ইনভেনশন এক্সপোতে ৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
৭ জুন পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।