529
Published on মে 6, 2014ফলে এতে ওয়েবসাইটগুলোতে সেবার বিভিন্ন মেন্যু, ব্যানার, সাবমেন্যু ও সংশ্লিষ্ট খাতগুলো খুঁজতে বিভ্রান্তির বদলে আরও জনবান্ধব হবে।
তথ্য মন্ত্রনালয়ের সূত্রমতে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, জেলা, বিভাগ, মন্ত্রণালয়ের বিভাগ, অধিদফতর, দফতর ও সংস্থার ওয়েবসাইট তৈরির কাজ শেষ। এখন এগুলো অধিকতর সেবাবান্ধব করতে একই প্লাটফর্মে আনার কাজ চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই এগুলো উদ্বোধন করবেন। ‘অ্যাক্সেস টু ইনফর্মেশন’ বা A2I এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয় এই প্রকল্পটির বাস্তবায়ন করছে।
দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে ৪০ হাজারেরও বেশি ছবি এই পোর্টালে সংযোজন করা হয়েছে। সারাদেশের মানুষ বিনা খরচে সকল সেবা পাবে এই পোর্টাল থেকে। এরজন্য শুধু www.bangladesh.gov.bd এই ঠিকানায় গিয়ে বিভাগ, জেলা, উপজেলা বা ইউনিয়ন খুঁজে নিলেই প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।