গ্রামীণ অর্থনীতিকে আরো মজবুত করার ওপর জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

540

Published on মে 7, 2014
  • Details Image

বাংলাদেশে বেলজিয়ামের অনাবাসিক রাষ্ট্রদূত পিয়েরে ভিসেন আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা ও আইটি খাতে তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপে গ্রামের জনগণ সরাসরি উপকৃত হচ্ছেন বলে উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, গার্মেন্টস শ্রমিকদের কল্যাণে তাঁর সরকার গত ৫ বছরে তাদের (পোশাক শ্রমিক) মজুরী ২২৬ শতাংশ বৃদ্ধি করেছে।

বেলজিয়ামের অনাবাসী রাষ্ট্রদূত বলেন, গত ১০ বছরে বাংলাদেশের বিষ্ময়কর উন্নয়নে তিনি অভিভূত। এ সময়কালে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশের কঠোর পরিশ্রমী মানুষ দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

রাস্ট্রদূত রানা প্লাজা ধসের পর ক্ষতিগস্তদের উদ্ধার ও পুর্নবাসনে সরকারের নেয়া পদক্ষেপেরও প্রশংসা করেন। স্বাধীনতার পর থেকে দু’ দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে তিনি বলেন, বেলজিয়াম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী ইউরোপীয় কয়েকটি দেশের মধ্যে অন্যতম।

এ্যাম্বাসেডর-এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত এক মুক্তিযোদ্ধা এবং অপর আট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে পৃথক এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করেন।

এ সময় শেখ হাসিনা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কুশল জানতে চান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আইনজীবী সমিতিকে ২ কোটি টাকা অনুদানের একটি চেকও হস্তান্তর করেন। সংগঠনের পক্ষে সমিতির সভাপতি এ্যাডভোকেট আবদুর রশিদ এ চেক গ্রহণ করেন। সমিতির অন্যান্য সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

সুত্রঃ বাসস

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত