৪৩৫ কোটি টাকার ৪ টি প্রকল্পের অনুমোদন দিল একনেক

486

Published on মে 6, 2014
  • Details Image


অনুমোদিত প্রকল্প চারটি হলো- ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট থ্রু রিয়্যাকটিভ পাওয়ার কমপেনসেশন অ্যান্ড রি-ইনফোর্সমেন্ট অব গোয়ালপাড়া সাব-স্টেশন (সংশোধিত) প্রকল্প, মানিকখালী সেতু নির্মানসহ আশাশুনি পাইকগাছা সড়ক উন্নয়ন (সংশোধিত), উত্তরাঞ্চলের দারিদ্র্যদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি (২য় পর্যায়) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর সম্প্রসারন ও উন্নয়ন প্রকল্প।


প্রকল্প চারটির মোট ব্যয় ধরা হয়েছে ৪৩৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩১৭ কোটি টাকা, সংস্থা থেকে ১৮ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ১০০ কোটি টাকা মেটানো হবে।


বৈঠকে প্রধানমন্ত্রী চর অঞ্চলের মিষ্টি কুমড়া এবং বাদাম চাষের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।এছাড়া খুব শিগগিরই অর্থনৈতিক সংশ্লিষ্টদের নিয়ে অর্থনৈতিক মেলা অনুষ্ঠিত হবে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত