মা ও শিশুর সুরক্ষায় অগ্রসর বাংলাদেশ

461

Published on মে 5, 2014
  • Details Image

এই উন্নতির ফলে ভারত ও পাকিস্তানের তুলনায় অনেকদুর এগিয়েছে বাংলাদেশ। দক্ষিন এশিয়ায় শ্রীলংকা ও নেপাল এগিয়ে আছে যথাক্রমে ৮৯তম ও ১১৬তম স্থানে।

সম্প্রতি প্রকাশিত সেভ দ্যা চিলড্রেন এর ‘মাদার ইনডেক্স, ২০১৪’ এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। সংস্থাটির ‘স্টেট অফ ওয়ার্ল্ডস মাদারস রিপোর্ট’ এর ১৫তম সংস্করণের অংশ হিসেবে গত ৫ মে এই সুচকটি প্রকাশ করেছে সংস্থাটির ঢাকা কার্যালয়।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ বছরে মাতৃমৃত্যুর হার ৬০ শতাংশ হ্রাস পেয়েছে, শিশুমৃত্যুর হার অর্ধেকে নেমে এসেছে। এছাড়াও দেশের মাথাপিছু আয় বেড়েছে পাশাপাশি জাতীয় সংসদে নারী প্রতিনিধির সংখ্যা দ্বিগুন হয়েছে।

সেভ দ্যা চিলড্রেন, বাংলাদেশ এর পরিচালক মাইকেল ফলি বাংলাদেশের এই অগ্রগতির কারন সম্পর্কে বলেন, ‘শিশুস্বাস্থ্যের বিকাশে রাজনৈতিক সদিচ্ছা ও বিনিয়োগের আগ্রহের ফলেই এটা সম্ভব হয়েছে।’

পুরো প্রতিবেদনটি পেতে এখানে ক্লিক করুন: http://bit.ly/1iS2IDm

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত