উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদেশ নির্ভরতা কমানোর আহবান প্রধানমন্ত্রীর

544

Published on মে 3, 2014
  • Details Image


শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে-আইইবি’র ৫৫তম কনভেনশনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অনেক মেধাবী ও যোগ্য জনশক্তি রয়েছে। অথচ বিদেশী পরামর্শকরা উন্নয়ন প্রকল্পগুলো থেকে বড় অংকের অর্থ নিয়ে যাচ্ছে। বিদেশী পরামর্শক নিয়োগ করে সরকার জনগণের অর্থের অপচয় করতে চায় না।


ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কাজে আপনারাই পরামর্শ দেবেন। এ জন্য আপনারা একটা পরামর্শক টিম গঠন করুন।


রাজধানীর ফ্লাইওভারগুলো ও হাতির ঝিল প্রকল্প বাস্তবায়নে দেশীয় প্রকৌশলীদের সাফল্যের কথা তুলে তিনি বলেন, এসব প্রকল্পে বিদেশীদের সাহায্য লাগেনি। কিন্তু কাজ হয়েছে বিশ্বমানের।


নিজের দেশের প্রতিটি সম্পদ সঠিক ভাবে কাজে লাগালে দেশ উন্নত হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের মানসিকতা বদলাতে হবে। আমরা আর পরনির্ভরশীল হয়ে থাকতে চাই না। আমরা আত্মমর্যাদাশীল হতে চাই।


দেশের উন্নয়নে সহযোগিতা করতে প্রকৌশলীদের প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী, আপনারা এদেশের সন্তান। এই যে স্বল্প খরচে উচ্চ শিক্ষা অর্জন করছেন। এই খরচের সিংহ ভাগ খরচ করে এদেশের জনগণ। যাদের ট্যাক্সের টাকা আপনাদের পড়াশুনায় খরচ করা হয় তাদের উন্নয়নে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা টেকসই উন্নয়ন চাই। আমরা এমন কাজ চাই, যাতে সাধারণ মানুষের করের একটি পয়সাও অপচয় না হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইইবি’র সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী শামীমুজ্জামান বসুনিয়ার, সাধারণ সম্পদক প্রকৌশলী মিয়া মো: কাইয়ুম, আইইবি, ঢাকা কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মহসীন আলী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী শরিফুল ইসলাম শরীফ।


কনভেনশন অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও বুয়েটের সাবেক উপাচার্য প্রফেসর এমিরিটাস আবদুল মতিন পাটোয়ারীকে আইইবি স্বর্ণপদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেন।


এ অনুষ্ঠানে ৫০ জন ইঞ্জিনিয়ারকে এ্যাসোসিয়েশন মেম্বার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (এএমআইই ) সনদ ও ৪২ জন প্রকৌশলীকে পেশাগত কাজের অনুমতি হিসেবে প্রিন্স পদক দেওয়া হয়।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত