488
Published on এপ্রিল 29, 2014ড্যাগমার জি ওয়র্ল –এর নেতৃত্বে পাঁচ সদস্যের জার্মান সংসদীয় প্রতিনিধি দলটি মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন।
সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেছেন, “সরকার দেশের নাগরিকদের উন্নত জীবন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”
সাক্ষাতকালে ড্যাগমার জি ওয়র্ল বাংলাদেশের সঙ্গে জার্মানীর দীর্ঘদিনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসাবে উন্নীত হওয়ার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, সে লক্ষ্য পূরণে বিদ্যমান চ্যালেঞ্জ পূরনে জার্মানী সহায়তা করবে।
সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনের বাংলাদেশের উল্লেখ করার মতো সাফল্যের প্রশংসাও করেন জার্মান প্রতিনিধি দলের সদস্যরা।
প্রধানমন্ত্রী এসময়, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে জার্মানীর দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়নে জার্মান সরকারের সহায়তার কথাও স্মরণ করেন তিনি।
সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মূখ্য সচিব আব্দুস সোবহান শিরদার , প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।