488
Published on এপ্রিল 27, 2014প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ঠিক পেছনে প্রতিরক্ষা মন্ত্রণালয় অবস্থিত ছিল। আজ ব্যবহৃত এ টেবিলে ১৯৭২ সালের ১২ জানুয়ারির পর বঙ্গবন্ধু মন্ত্রিসভার বৈঠক করেছেন।
সভার শুরুতে প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়াল প্রধানমন্ত্রীকে জানান, আজকের এ টেবিল ও চেয়ার ব্যবহার করে বঙ্গবন্ধুও সভা করেছেন।
তিনি জানান, স্বাধীনতার পর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু বর্তমান প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে নিয়মিতভাবে মন্ত্রিসভার বৈঠক করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আজ যে টেবিলে ভাষণ দিয়েছেন তাতে বঙ্গবন্ধু সরকারের আমলে মন্ত্রিসভার বৈঠক হতো। সে সময় বঙ্গবন্ধু সরকার পরিচালনায় এ অফিস ব্যবহার করতেন এবং এ টেবিলেই মন্ত্রিসভার বৈঠক বসতো। বর্তমানে টেবিলটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রয়েছে।
এমনকি রাষ্ট্রপতি পদ্ধতি চালু হওয়ার পরও সরকার প্রধানের অফিস হিসেবে এটি ব্যবহৃত হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ অফিস সংরক্ষণ করা হয়। শেখ হাসিনা বঙ্গবন্ধুর ব্যবহৃত কক্ষটি ঘুরে দেখেন।
স্বাধীনতার পর পাকিস্তানের কারাগার থেকে ফিরে এসে বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১২ জানুয়ারি এ অফিস ব্যবহার শুরু করেন।