কৃষকদের অর্থনৈতিক মুক্তির জন্য শেরে বাংলা আজীবন সংগ্রাম করেছেনঃ প্রধানমন্ত্রী

495

Published on এপ্রিল 26, 2014
  • Details Image

শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক বাণীতে তিনি একথা বলেন।

‘বাংলার কৃষক ও মেহনতী জনতার অকৃত্রিম বন্ধু শেরে বাংলা আবুল কাশেম ফজলুর হকের ৫২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শেখ হাসিনা বলেন, তাঁর (ফজলুল হক) নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের ফলেই দেশে প্রজাস্বত্ব প্রতিষ্ঠিত হয়। বাঙালি কৃষক সমাজ সামন্তবাদের শোষণ থেকে মুক্ত হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলার গরীব-দুঃখী মানুষের জন্য এ কে ফজলুল হকের অসীম মমত্ববোধ এ দেশের মানুষকে অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, ‘আমি মহান আল্লাহ’র দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।’

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত