পোশাক শ্রমিকদের জন্য বীমা চালুর বিষয়টি বিবেচনা করছে সরকারঃ প্রধানমন্ত্রী

433

Published on এপ্রিল 23, 2014
  • Details Image

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ফিল্ড অপারেশন্‌স এন্ড পার্টনারশীপ বিষয়ক উপ-মহাপরিচালক গিলবার্ট ফোসুন আজ সন্ধ্যায় এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাতকালে বিষয়টি উত্থাপন করলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিং দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে একটি দক্ষ শ্রমশক্তি গড়ে তোলার লক্ষ্যে আইএলও এবং অন্যান্য উন্নয়ন অংশীদারদের সহযোগিতা কামনা করেন।

তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে তার সরকারের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বিগত ৫ বছরে তৈরী পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬০০ টাকা থেকে ৫ হাজার ৩ শ’ টাকায় উন্নীত করেছে।

রানা প্লাজা ভবন ধসের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার সরকার মর্মান্তিক দুর্ঘটনার পর ২১ দিন পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছিল, যা ছিল নজিরবিহীন। এ প্রসঙ্গে তিনি রানা প্লাজা ভবন ধসের শিকার ব্যক্তি ও তাদের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা ও খাদ্য সরবরাহসহ তার সরকারের সব ধরণের সহায়তা প্রদানের উল্লেখ করেন।

আইএলও উপ-মহাপরিচালক রানা প্লাজা ভবন ধসের পর সরকারের পদক্ষেপ এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা মনে করি যে, কারখানাগুলোতে কর্ম-বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে এই ধরণের অনাকাঙ্খিত দুর্যোগ এড়ানো যেতে পারে।

এ্যাম্বাসেডর-এ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এসময় উপস্থিত ছিলেন।

গিলবার্ট হুংবো ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসের প্রথম বর্ষ পূর্তির প্রাক্কালে মঙ্গলবার এখানে পৌঁছেছেন।

এর আগে, ওমরন হেলথকেয়ার বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিনিধিদল প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা কিচিরো মিয়াতার নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছে। সাক্ষাতকালে প্রতিনিধিদল ওমরন ব্র্যান্ডের একটি ব্লাড প্রেসার মেশিন প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ও প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এসময় অন্যানের সঙ্গে উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত