ইউনিসেফের নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত বাংলাদেশ

504

Published on এপ্রিল 23, 2014
  • Details Image

জাতিসংঘ সদরদপ্তরে বুধবার এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্য রাষ্ট্রসমূহের সকলের সম্মতিতে বাংলাদেশ নির্বাচিত হয়।

নির্বাচনে বিজয়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন ইউনিসেফ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নির্বাচনে জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহের এই বিপুল সমর্থনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের শিশু ও মহিলাদের উন্নয়নের স্বীকৃতি বলে দাবি করেন।

তিনি জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে এই স্বীকৃতির জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের প্রায় চল্লিশটির বেশি কমিটিতে সক্রিয় রয়েছে।

বাংলাদেশের এ বিজয়ে এবং বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিদের অভিনন্দনের প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিভিন্ন প্রতিকূলতার মাঝেও বাংলাদেশ শিশু ও নারীদের উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এটি সদস্য রাষ্ট্রসমূহের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। তারই স্বীকৃতিস্বরূপ সকল সদস্য-রাষ্ট্র বাংলাদেশকে একবাক্যে সমর্থন দিয়েছে।

সুত্রঃ বাসস

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত