পদ্মা সেতু নির্মানের জন্য অর্থায়নের কোন সমস্যা নেইঃ পরিকল্পনা মন্ত্রী

718

Published on এপ্রিল 19, 2014
  • Details Image

শনিবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ৩ বছর থেকে সাড়ে ৩ বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ বাস্তবায়ন হবে। পদ্মা সেতুর কাজ সফল ভাবে সমাপ্ত করতে তিনি দল-মত নির্বিশেষে দেশের মানুষের সহযোগিতা চান।

এসময় উপস্থিত ছিণেন- যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পরিকল্পরা কমিশনের সদস্য হেদায়েতুল আল মামুন, স্বরাষ্ট্র সচিব সি কিউ এম মোস্তাক আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল উপস্থিত ছিলেন।

পদ্মা সেতুর কাজের অগ্রগতি সম্পর্কে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী সাড়ে তিন বছরের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে।’

“এই সেতু বাস্তবায়নের মাধ্যমে আমরা জাতিকে এগিয়ে নিয়ে যাব। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি মধ্যম আয়ের দেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।”

যোগাযোগ্মন্ত্রী আরও বলেন, চলতি বছরে মূল পদ্মা সেতুর কাজ দৃশ্যমান হবে। এ লক্ষ্যে শিগগিরই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে কার্যাদেশ দেওয়া হবে।

দুই মন্ত্রী নির্মাণাধীন সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত ঘুরে দেখার পর মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর সংযোগ সড়ক পরিদর্শন করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত