493
Published on এপ্রিল 16, 2014পরে আওয়ামী লীগের প্রধান হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়েও তিনি শ্রদ্ধা জানান। এসময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী ও ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা।
শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মুজিবনগর সরকার যখন গঠিত হয় তখন বিএনপির সৃষ্টিই হয়নি। জিয়াউর রহমান এ সরকারকে গার্ড অব অনার দিয়েছিলেন। তারা ইতিহাস বিকৃতি করেছে। তরুণ সমাজই ইতিহাস রক্ষা করবে।
১৭ এপ্রিল মুজিবনগর দিবসটি বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় গৌরবগাঁথার দিন। জাতির জন্য এ দিনটি একটি ঐতিহাসিক দিনও বটে। এ কারণেই বাংলাদেশের জনগণ দিবসটিকে মুক্তিযুদ্ধের প্রারম্ভিকা হিসেবে এবং জাতির চেতনাবোধ জাগ্রতের দিন হিসেবে পালন করে থাকে।
সুত্রঃ বাংলানিউজ২৪