বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র

496

Published on এপ্রিল 15, 2014
  • Details Image

পাশাপাশি অন্য দেশকে এখাতে বিনিয়োগে আকৃষ্ট করতে দেশের বাইরে রোডশোর আয়োজনের বিষয়ে মন্ত্রণালয়কে সহযোগিতা করবে দেশটি। গতকাল সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চীন, জাপান, ভারত, রাশিয়াসহ বিভিন্ন দেশ নানারকম সহযোগিতা প্রদান করছে এবং এ খাতে বিনিয়োগ করতে শুরু করেছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রও মনে করছে বাংলাদেশে এ দুটি খাতে তাদেরও বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে। সাম্প্রতিকালে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশও অনেকটাই অনুকূল বলে মনে করছে দেশটি। তাই তারা এ খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। নসরুল হামিদ জানান, বাংলাদেশে জ্বালানি খাতে বর্তমানে মার্কিন কোম্পানি শেভরন, কনোকোফিলিপসসহ বিভিন্ন কোম্পানি কাজ করছে। মার্কিন রাষ্ট্রদূত মনে করছে এরকম আরও অনেক বিশ্বখ্যাত মার্কিন কোম্পানি রয়েছে যারা বাংলাদেশের বিদ্যুৎ খাতেও কাজ করতে পারে। তবে এক্ষেত্রে দেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোন বিদেশি কোম্পানিকে কাজ দেয়া হবে না বলেও জানান বিপু।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত