বান্দরবানের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বিআরটিসি বাস প্রদান করলেন প্রধানমন্ত্রী

472

Published on এপ্রিল 14, 2014
  • Details Image


শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের কাছে চাবি হস্তান্তর শেষে বাস তিনটির উদ্বোধনও করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর আজ সকালে বান্দরবান রাজার মাঠে এসব বাসের চাবি হস্তান্তর ও উদ্বোধন করেন। এ সময় বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ, জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, পৌর মেয়র জাবেদ রেজা এবং বান্দরবান সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বান্দরবান সফরকালে এ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৩টি বাস প্রদানের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা মতে গত রোববার চট্টগ্রাম বিআরটিসি ডিপোতে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এ ৩টি বিআরটিসি বাস প্রধানমন্ত্রীর পক্ষে গ্রহণ করেন এবং আজ সোমবার বান্দরবানে বাসগুলোর চাবি হস্তান্তর ও উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
সুত্রঃ বাসস

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত