472
Published on এপ্রিল 14, 2014
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের কাছে চাবি হস্তান্তর শেষে বাস তিনটির উদ্বোধনও করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর আজ সকালে বান্দরবান রাজার মাঠে এসব বাসের চাবি হস্তান্তর ও উদ্বোধন করেন। এ সময় বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ, জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, পৌর মেয়র জাবেদ রেজা এবং বান্দরবান সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বান্দরবান সফরকালে এ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৩টি বাস প্রদানের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা মতে গত রোববার চট্টগ্রাম বিআরটিসি ডিপোতে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এ ৩টি বিআরটিসি বাস প্রধানমন্ত্রীর পক্ষে গ্রহণ করেন এবং আজ সোমবার বান্দরবানে বাসগুলোর চাবি হস্তান্তর ও উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
সুত্রঃ বাসস