দেশে-বিদেশে সকল বাঙ্গালিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

558

Published on এপ্রিল 14, 2014
  • Details Image

সবার জীবন সুন্দর ও সফল হোক কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকাসহ সারাদেশে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে আজ বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ পালিত হচ্ছে। এই উৎসব-উদ্দীপনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ও মানুষের জীবনে স্বতঃস্ফূর্ত আনন্দ বিরাজ করছে।
তিনি বলেন, ‘প্রতিটি জায়গায় খোঁজ রেখেছি। সারাদেশের মানুষ উৎসাহ-উদ্দীপনা ও নিরাপদে এ উৎসব পালন করছে।’
যে আকাংক্ষা নিয়ে মানুষ নববর্ষ পালন করছে তা যেনো পূরণ হয় কামনা করে প্রধানমন্ত্রী বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ছোট-বড়, আবাল-বৃদ্ধ-বণিতা প্রত্যেকে এই উৎসবে শামিল হয়েছে। বাঙালির জীবন নববর্ষের আলোয় উদ্ভাসিত হোক তিনি সেই কামনা করেন।
এছাড়াও প্রধানমন্ত্রী আজ বাংলা নববর্ষ-১৪২১ উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সহকারী সচিব সাইফুজ্জামান শিখর এবং ডেপুটি প্রেস সেক্রেটারী আশরাফুল আলম খোকন আজ সকালে রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে এই ফল ও মিষ্টি পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী কর্তৃক প্রতি উৎসবে তাঁদের স্মরণ করার জন্য জন্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন শেখ ফজলুল করিম সেলিম এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক এমপি, ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর প্রধানমন্ত্রী সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আমন্ত্রিত অতিথিদের মিষ্টি ও অন্যান্য খাবারে আপ্যায়ন করা হয়।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত