508
Published on এপ্রিল 6, 2014
আইসিসি’র প্রেসিডেন্ট এ্যালান এসসেক আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সংগে সৌজন্য সাক্ষাত করলে তিনি এ কথা বলেন।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হোয়াইক্লিফ ক্যামেরন ডেভ, আইসিসি’র পরিচালক নেইল স্পেইট, সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ইমরান খাওয়াজা ও আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এসব কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেটারদের দক্ষতা ও নৈপুণ্য বাড়ানোর জন্য কক্সবাজারে একটি ক্রিকেট একাডেমী গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, তাঁর সরকার শুধু ক্রিকেট নয়, সব ধরণের খেলাধুলাকেই উৎসাহিত করছে।
প্রধানমন্ত্রী বিশেষ অলিম্পিকে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, প্রতিবন্ধীদের জন্য সাভারে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হচ্ছে।
আইসিসি প্রেসিডেন্ট এ্যালান এসসেক টি-২০ বিশ্বকাপ আয়োজনে নিরাপত্তাসহ সব ধরণের সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি বাংলাদেশের দর্শকদের ভূয়সী প্রশংসা করে বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি আকর্ষণীয় ভেন্যু হবে।
আইসিসি প্রেসিডেন্ট বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রশংসা করে বলেন, তারা খুব অল্প সময়ে বিশেষ নৈপুণ্য দেখাতে সক্ষম হয়েছে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, বিশেষ সহকারি মাহববুল হক শাকিল ও বিসিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।