491
Published on এপ্রিল 2, 2014বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়নাধীন আছে। চলচ্চিত্র শিল্পে আধুনিক প্রযুক্তির সন্নিবেশ ঘটানোর লক্ষ্যে ডিজিটাল যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৪ উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা জানান।
শেখ হাসিনা বলেন, অস্বচ্ছল চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি কল্যাণ তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করায় চলচ্চিত্র এখন সকল ধরনের শিল্প সুবিধা ভোগ করছে। চলচ্চিত্র নির্মাণে অনুদান অব্যাহত রাখা হয়েছে। শিল্পী ও কলা কুশলীদের সুস্থ বিনোদনমূলক চলচ্চিত্র নির্মাণে অধিকতর উৎসাহ প্রদানের লক্ষ্যে নিয়মিতভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, সকল সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণে শিল্পী-কুলাকুশলীরা এগিয়ে আসবেন। চলচ্চিত্রে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। চলচ্চিত্র শিল্পের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হোক-এটাই আমার প্রত্যাশা।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলচ্চিত্রের অন্তর্নিহিত ও অপরিমেয় শক্তির কথা উপলব্দি করে ১৯৫৭ সালের ৩ এপ্রিল শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে তদানীন্তন প্রাদেশিক আইন পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিল উত্থাপন করেছিলেন। ঐতিহাসিক এই দিনটিকে আমরা চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করেছি।
তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের আয়োজনে আগামীকাল জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপন করা হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন শেখ হাসিনা।
একই সাথে জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৪ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।