বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবেঃ ইউনান প্রদেশের গভর্নর

498

Published on মার্চ 30, 2014
  • Details Image

আর এক্ষেত্রে চীনের ইউনান প্রদেশ নিয়ামক ভূমিকা পালন করবে। চীনের ইউনান প্রদেশের গভর্নর লী ঝিহেং গি গতকাল এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাতকালে এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান। গভর্নর লী ঝিহেং গি বাংলাদেশের আতিথেয়তার উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইউনান প্রদেশ বাংলাদেশের নিকট প্রতিবেশী। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ২০১০ সালের কুনমিং সফরের কথা স্মরণ করে বলেন, কুনমিং হচ্ছে বাংলাদেশের নিকটতম সহযোগী। চীন সবসময় বাংলাদেশের জনগণের সাথে ছিল এবং থাকবে উল্লেখ করে গভর্নর গত ৫ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিজয় অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। গভর্নর বলেন, চীন অতীতের ন্যয় ভবিষ্যতেও বাংলাদেশের জনগণের পাশে থাকবে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত