478
Published on মার্চ 26, 2014
জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃপ্ত চেহারার একটি ছবি স্থান পেয়েছে এই ডাক টিকিটে। আর রয়েছে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে নির্মিত সাভার স্মৃতিসৌধ ও স্বাধীনতা স্তম্ভ। একপাশে রয়েছে স্যালুটরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। আর লাল সবুজের জাতীয় পতাকা।
সকাল ৮টায় ১০ টাকা মূল্যমানের এই ডাক টিকিটের উদ্বোধনী খামে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হোসেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং জুনায়েদ আহমেদ পলক এসময় উপস্থিত ছিলেন।