467
Published on মার্চ 24, 2014
তিনি আজ জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সংসদ ভবনস্থ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
বোলজার ২০০৯ সাল থেকে বিশ্ব অর্থনীতির চরম মন্দার সময়ও বাংলাদেশের অগ্রগতি এবং ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি ৬ ভাগ ধরে রাখাকে বিস্ময়কর বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে।
দেশের প্রতিটি মানুষ এই কৃতিত্বের অংশীদার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বলেন, দেশের সাধারণ মানুষ কঠোর পরিশ্রম করে একটি শক্ত ভিত্তির ওপর দেশকে দাঁড় করিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নিউজিল্যান্ড বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ, যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য করছে। তিনি বলেন, দু’দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।
এ্যাম্ব^াসেডর এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুস সোবহান সিকদার এ সময় উপস্থিত ছিলেন।