ভারত-ভুটান যৌথ উদ্যেগে জলবিদ্যুত কেন্দ্রে বাংলাদেশ শেয়ার পাবে

490

Published on মার্চ 21, 2014
  • Details Image


আজ ভারতের বিদ্যুৎ সচিব প্রদীপ সিনহার সাথে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সাহিদুল হক সাংবাদিকদের একথা জানান।
ভারতের আর্থিক সহায়তায় ভূটানে ৪৫০০ ও ১৮০০ মেগাওয়াটের দু’টি বড় জলবিদ্যুৎ প্রকল্পসহ বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
পররাষ্ট সচিব জানান, ভূটানের বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ নেয়ার জন্যে সঞ্চালন লাইন বসাতে হবে। এজন্যে দু’বছর সময় লেগে যেতে পারে।
পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশে ত্রিপুরায় পালাটানা থেকে ১০০ মেগাওয়াট এবং পশ্চিম বঙ্গের বহরমপুর থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে ভারতের বিদ্যুৎ সচিবের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এছাড়া পররাষ্ট্র সচিব সাহিদুল হক আজ দিল্লীর নর্থব্লকে ভারতের স্বরাষ্ট সচিব অনিল গোস্বামী এবং উদ্যোগ ভবনে টেক্সটাইল সচিব জোহরা চৌধুরীর সাথে বৈঠক করেন।
পররাষ্ট্র সচিব জানান, ভারতের স্বরাষ্ট্র সচিবের সাথে সীমান্ত সহযোগিতা এবং ভিসা পদ্ধতি সহজ করার ব্যাপারে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশ এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে চমৎকার সম্পর্ক রয়েছে।
বাংলাদেশে যে আন্তর্জাতিক জুট স্টাডি সেন্টার রয়েছে তার নতুন স্ট্রাকচার দেয়ার ব্যাপারে ভারতের টেক্সটাইল সচিবের সাথে বিস্তারিত আলোচনা হয় বলে সাহিদুল হক জানান।
পররাষ্ট সচিব তার দুই দিনের ভারত সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, নিরাপত্তা উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, টেক্সটাইল সচিব ও পেট্রোলিয়াম সচিবের সাথে বৈঠক করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত