554
Published on মার্চ 18, 2014অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রয়োগ, জাতীয় তথ্য ও প্রযুক্তি নীতিমালা ২০০৯ এর বাস্তবায়ন ও এর সংশোধন নিয়ে আলোচনা হয়।
তৃণমুল পর্যায়ে তথ্যপ্রযুক্তির উপযুক্ত ব্যবহার থেকে শুরু করে উপযুক্ত প্রশিক্ষণ, ইন্টারনেট এর দাম কমানো, ব্যবসা ও শিল্পক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার, প্রতিবন্ধীদের জন্য উপযোগী নীতিমালা তৈরি ইত্যাদি নিয়ে বিভিন্ন প্রশ্নে আলোচনা করেন জয়।
তৃণমুল পর্যায়ে সামাজিক সমস্যা নিরসনে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের ব্যবহারের প্রশ্নে জয় বলেন, কেন্দ্রের সাথে তৃণমূল পর্যায়ের যোগাযোগ বৃদ্ধির জন্য ‘ডোমেস্টিক নেটওয়ার্ক কোঅর্ডিনেশন সিস্টেম চালু করা হয়েছে যার ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ খুব সহজেই নিজেদের যেকোন খবর সকলের কাছে পৌঁছে দিতে পারবে।
আউটসোর্সিং এর মাধ্যমে আয়ের প্রশ্নে জয় বলেন, পাঁচ বছরের মধ্যে আউটসোর্সিং এ আয় ২০০ মিলিয়ন ডলার থেকে ১ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার তথ্যপ্রযুক্তি নির্ভর একটি জাতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ভিশন ২০২১ অর্জন করতে তার মন্ত্রনালয় নিরলস কাজ করবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।