595
Published on মার্চ 16, 2014
জয়ের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও বর্তমান সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
বিকেলে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় জিলা স্কুল মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জয়। এরপর রংপুর ও পীরগঞ্জের নেতাকর্মীদের সঙ্গে মিলিত হবেন তিনি।
যাত্রাপথে তাকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে অপেক্ষমান হাজারো নেতাকর্মী ও উৎসুক জনতা জয়কে ফুলেল শুভেচ্ছা জানান। এদিকে, জয়ের দুই দিনের রংপুর সফর উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে নগরী।
জয়ের আগমনে রংপুরের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে।
১২টা ৩২ মিনিটে উড়োজাহাজ থেকে অবতরণের পর জয়কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু প্রমুখ।
বিকেলে জনসভা শেষে জয় তার দাদাবাড়ি রংপুরের পীরগঞ্জের লালদিঘী ফতেহপুর গ্রামের উদ্দেশে রওনা হবেন। সেখানে বাবা ড. এম এ ওয়াজেদ মিয়াসহ দাদা-দাদি ও পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করবেন।
সোমবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রংপুরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন জয়। সোমবারই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
পীরগঞ্জে রাতযাপন শেষে সোমবারই ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি।