505
Published on মার্চ 16, 2014
কৃষি তথ্য সেবা দানে দ্রুতই এই হেল্প লাইন(১৬১২৩) চালু করতে যাচ্ছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
“শুধু এই হেল্প লাইনে কল করলেই অপরপ্রান্তে থাকা বিশেষজ্ঞরা কৃষি,মৎস্য আর পশুসম্পদ বিষয়ক বিষদ তথ্য দেবেন”, বলেছেন কৃষি তথ্য এবং যোগাযোগ বিশেষজ্ঞ মোহাম্মাদ মারুফ মাসুম।
“আমরা আশা করি আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসেই এই কৃষি তথ্য সেবা চালু করতে পারবো”।
বিটিআরসি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে সকল মোবাইল ফোন অপারেটরদের সাথে চুক্তির মাধ্যমে এই উদ্যোগ নেয়া হয় ।
কৃষিতে স্নাতক ডিগ্রীধারী ১০ জন কৃষি কর্মকর্তা বিভিন্ন সময়ে কৃষকদের করা প্রশ্ন ও উত্তরের একটি তথ্য ভাণ্ডারের সাহায্যে, কৃষকদের চাহিদামত প্রশ্নের উত্তর দেবেন ।
গত ৪ ফেব্রুয়ারী এক চিঠির মাধ্যমে বিটিআরসি দেশের টেলিকম প্রতিষ্ঠানগুলোকে বিনামুল্যর তথ্যসেবাদান শুরু করার নির্দেশ দেয়। এই সেবাদান প্রক্রিয়ার লক্ষ্যপূরণে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ২০ মার্চ একটি সভা আহবান করেছে। কৃষকদের পাশাপাশি কৃষি কর্মকর্তারাও এই সভায় উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
সুত্রঃ বিভিন্ন সংবাদ মাধ্যম