বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রশংসা করলেন মাহাথির

490

Published on মার্চ 15, 2014
  • Details Image


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে আজ সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করতে এসে মাহাথির এ মন্তব্য করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শুধু রাজধানীর উন্নয়নেই নয়, দেশের সব অঞ্চলের উন্নয়নে সমান গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, বিশেষ করে, শহর এলাকায় গ্রামের মানুষের অভিবাসন বন্ধ করতে তাঁর সরকার গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছে। এছাড়াও স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি গ্রামাঞ্চলে শিক্ষার সম্প্রসারণেও নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তাঁর সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে গ্রামের মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সুবিধা পৌঁছে দিয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও মালয়েশীয় দূত নরলিন ওসমান উপস্থিত ছিলেন।
ড. মাহাথির ও তাঁর পতœী ড. সিতি হাসমাদ বিনতে মোহাম্মদ আলীর সম্মানে প্রধানমন্ত্রী গণভবনে নৈশভোজের আয়োজন করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত