মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকারঃ প্রধানমন্ত্রী

535

Published on ফেব্রুয়ারি 18, 2014
  • Details Image


কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত আবদুল্লাহ আবদুল আজিজ এম আল-মানা আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা একথা বলেন।
উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশ লাভবান হতে পারে।
তিনি বাংলাদেশ থেকে আরো জনশক্তি আমদানি এবং বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য কাতার সরকারের প্রতি আহ্বান জানান।
কাতারের রাষ্ট্রদূত সরকার গঠন এবং তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
কাতার সব সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী উল্লেখ করে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সব চুক্তি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।
কাতারের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী তা গ্রহণ করে সুবিধাজনক সময়ে কাতার সফর করবেন বলে জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুস সোবহান শিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও উপ-প্রেস সচিব বিজন লাল দেব।
সুত্রঃ বাসস

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত