সংবিধান সমুন্নত রাখতে ৫ জানুয়ারীর নির্বাচন অনুষ্ঠিত হয়েছেঃ নরওয়ের রাষ্ট্রদুতকে প্রধানমন্ত্রী

506

Published on জানুয়ারি 28, 2014
  • Details Image

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, উক্ত বৈঠকে প্রধানমন্ত্রী দেশে শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, শান্তি ছাড়া কোনো দেশের পক্ষে কাঙ্খিত উন্নয়নসাধন সম্ভব নয়।

শেখ হাসিনা সক্ষমতা তৈরি, সরবরাহ বাধা অপসারণ এবং বাংলাদেশের রফতানি ভিত বহুমুখী করতে নরওয়ে সরকারের প্রতি আহবান জানান।

তিনি বলেন, আইটি পণ্য রফতানি এবং আউটসোর্সিং দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতি দ্রুত বাড়ছে। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ থেকে আইটি পণ্য আমদানি এবং আইটি ও আইটিইএস-এর সাশ্রয়ী মূল্যের সুবিধা গ্রহণে নরওয়ের প্রতি আহবান জানান।

শেখ হাসিনা বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ নির্মাণ খাত, বিশেষ করে জাহাজ রিসাইক্লিং খাতে নরওয়ের কারিগরি সহায়তা ও বিনিয়োগ কামনা করেন।

তিনি বিশেষ করে আইটি, বিদ্যুৎ, তেল, গ্যাস ও খনিজ সম্পদ উত্তোলন, পর্যটন, অবকাঠামো, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, বস্ত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম খাতে অধিকতর বিনিয়োগে নরওয়ের ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

প্রধানমন্ত্রী প্রজনন, পোনা ও মৎস্য স্বাস্থ্য উন্নয়নে নরওয়ের কারিগরি, প্রকল্প ও যৌথ উদ্যোগের মাধ্যমে মৎস্য খাতের উন্নয়ন ও সম্প্রসারণে নোরাড-এর বিশেষ সহায়তাও কামনা করেন।

জলবায়ূ পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি খাতে নরওয়ের বর্তমান উন্নয়ন সহায়তার উল্লেখ করে শেখ হাসিনা এসব অগ্রাধিকার খাতে নরওয়ের সহায়তা প্রদানের অনুরোধ জানান।

তিনি প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা তৈরি এবং প্রশিক্ষণ ও কোর্সে সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

উপমহাদেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশী বিনিয়োগ প্রণোদনার সুবিধা দিয়েছে এবং এশিয়ার প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম- এ কথা উল্লেখ করে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন যে, নরওয়ের ব্যবসায়ীরা এই সুবিধা গ্রহণ করবে।

নরওয়ের রাষ্ট্রদূত বিগত মাসগুলোতে জামায়াত-শিবিরের সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, উন্নয়নের স্বার্থে এসব কর্মকান্ড অবশ্যই বন্ধ করতে হবে।

তিনি শেখ হাসিনার নেতৃত্বে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

এ্যাম্বাসেডর এ্যাটলার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উভয় বৈঠকে উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত