579
Published on জানুয়ারি 24, 2014
আজ বিকেলে গণভবনের সবুজ চত্বর দেশের অনেক বিশিষ্ট ব্যক্তির প্রাণবন্ত উপস্থিতিতে সরব হয়ে ওঠে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথিদের সঙ্গে কথা বলেন এবং গণভবনের সবুজ চত্বরে ঘুরে ঘুরে অতিথিদের কুশলাদির বিষয়ে খোঁজ-খবর নেন।
অভিনেতা, খেলোয়াড়, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আড্ডার মধ্যদিয়ে তিনি কিছু স্মৃতিময় মূহূর্ত কাটান এবং দেশাত্মবোধক ও লোকসঙ্গীত এবং কবিতা আবৃত্তি শোনেন।
গতবছর বিশেষ অলিম্পিকে মেডেল পাওয়া প্রতিবন্ধী শিশুরাও প্রায় দুই ঘন্টাব্যাপী এ অনুষ্ঠানে যোগ দেয়।
গণভবনের দক্ষিণ-পূর্ব প্রান্তে স্থাপিত সুসজ্জিত মঞ্চে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বাংলাদেশ পুলিশ এবং আনসার ও ভিডিপি’র গায়ক ও কবিরা সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে রাখেন।
অতিথিদের নিয়ে মঞ্চের সামনের আসনে বসে শেখ হাসিনা কিছু সুমধুর গান ও কবিতা আবৃত্তি উপভোগ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী, মন্ত্রীপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ ওয়াহিদ-উজ জামান, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, সিনিয়র সচিব আবদুস সোবহান শিকদার, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, র্যা বের মহাপরিচালক মুখলেসুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবদিন, এসএসএফ-এর মহাপরিচালক মেজর জেনারেল শেখ আমান হাসান অনুষ্ঠানে অংশ নেন।
পাশাপাশি বিশিষ্ট শিল্পী কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, ফুটবল ফেডারেশনের সাবেক মহাসচিব হারুনুর রশীদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন রকিবুল হাসান, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু এবং নাইমুর রহমান দুর্জয়, সাবেক ফুটবলার বাদল রায়, দেওয়ান সফিউল আরেফিন টুটুল, শেখ মোহাম্মদ আসলাম, সত্যজিত দাস রূপু, এবং অভিনেতা রাজ্জাক ও ফারুক অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, ড. গওহর রেজভী, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, ইকবাল সোবহান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।