সংরক্ষিত আসনের মনোনয়নপত্র বিক্রি শুরু

583

Published on জানুয়ারি 15, 2014
  • Details Image


আজ বুধবার সকাল ১১ টা থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা গ্রহণ শুরু হয়েছে।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ জানুয়ারি সকাল ১১টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত দলের সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করা যাবে।
উপরোক্ত দিন ও সময়ে নির্ধারিত ফি বাবদ নগদ পঁচিশ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।
আগামী ১৯ জানুয়ারি রোববার বেলা তিনটায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন।
মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, সরকারের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সংবিধান অনুযায়ী আমরা ৩৮টি আসন পাবো। তবে আগামীকালের স্থগিত আসনগুলোতে নির্বাচন হলে, আরো আসন সংখ্যা বাড়তে পারে।
এরপর ৩০০ আসনের বিপরীতে ৫০ সংরক্ষিত আসন দল বা জোটের অনুকূলে আসন বণ্টন করা হবে। এবার আওয়ামী লীগ ৩৮, জাতীয় পার্টি ৬, স্বতন্ত্র ২ এবং জাসদ ও ওয়ার্কার্স পার্টি ১টি করে সংরক্ষিত আসন পাবে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত