বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী

624

Published on জানুয়ারি 13, 2014
  • Details Image


পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
নবগঠিত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা এসময় উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মন্ত্রী ও দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আর একটি পুষ্পস্তবক অর্পণ করেন।
বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৯-সদস্যের মন্ত্রিসভা রোববার উৎসবমুখর এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।
গত ৫ জানুয়ারির নির্বাচনে ৩শ’ আসনের সংসদে আওয়ামী লীগ ২৩১ আসনে জয়লাভ করে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত