১০ম জাতীয় সংসদের সদস্যদের নামের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন

850

Published on জানুয়ারি 8, 2014
  • Details Image


এর আগে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ কমিশন সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯০ জনের নাম গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানোর কথা স্বীকার করে বলেন, জাতীয় সংসদের ৩শ’ আসনের মধ্যে নির্বাচনী সহিংসতায় ৮টি আসনে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।
আগামী ১৬ জানুয়ারি স্থগিত আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আসনগুলো হলো- গাইবান্ধা-১, ২ ও ৪, বগুড়া-৭, যশোর-৫, লক্ষ্মীপুর-১, দিনাজপুর-৪ এবং কুড়িগ্রাম-২।
এদিকে যশোর ১ ও ২ আসনে নির্বাচিত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লংঘনের অভিযোগ উঠায় কমিশন তাদের ১০ দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
নোটিশের জবাব পাওয়ার পর কমিশন তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এই দু’জন হলেন যশোর-১ আসনের শেখ আফিল উদ্দিন এবং যশোর-২ আসনের মো. মনিরুল ইসলাম।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত