কাল থেকে অবরোধে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শুরু হচ্ছে

514

Published on ডিসেম্বর 22, 2013
  • Details Image


বিএনপি-জামায়াত জোটের অপতৎপরতা প্রতিহত করার পাশাপাশি আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত ও জাতীয় জাগরণ সৃষ্টি করতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ এই সফর করবেন।
আগামীকাল থেকে শুরু হয়ে ২৭ ডিসেম্বর পর্যন্ত নেতৃবৃন্দ সাতক্ষীরা, নড়াইল, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম জেলা সফর করবেন।
সাতক্ষীরা ও নড়াইল টীম-১ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি ও কেন্দ্রীয় কমিটির সদষ্য এসএম কামাল হোসেন। নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা টিম-২ এ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ।
সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী টিম-৩ এ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। লক্ষ্মীপুর, চট্টগ্রাম টিম-৪এ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই সফরের কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল ও সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত