ফিফা বিশ্বকাপ ট্রফি দেখলেন প্রধানমন্ত্রী

586

Published on ডিসেম্বর 17, 2013
  • Details Image


বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ), ফিফা এবং ফিফার করপোরেট পার্টনার কোকাকোলা’র কর্মকর্তাদের ৪৫ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেলে ট্রফিটি প্রধানমন্ত্রীকে দেখাতে তাঁর সরকারি বাসভবন গণভবনে নিয়ে যান।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ফিফা এবং বাফুফে কর্মকর্তারা ৩৬.৫ সেন্টিমিটার দীর্ঘ স্বর্ণের ট্রফি উন্মোচন করেন। এই দর্শনীয় ট্রফিটির ব্যাস ১৩ সেন্টিমিটার এবং ওজন ৬.১৭৫ কেজি।
পরে প্রধানমন্ত্রী ট্রফির সঙ্গে ছবি তোলেন।
অন্যান্যের মধ্যে বিএফএফ সভাপতি কাজী সালাউদ্দিন, ন্যাশনাল ফুটবল টিমের কোচ লোডেওইক ডি ক্রুইফ এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এরআগে ফিফার একটি প্রতিনিধিদল একটি ভাড়া করা বিমানে বিশ্বকাপ ট্রফিটি সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় নিয়ে আসেন। কোকাকোলা প্রতিনিধিদের পাশাপাশি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটি গ্রহণ করেন।
পরবর্তীতে, ট্রফিটি প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদকে দেখানোর জন্য বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়।
গত ১২ সেপ্টেম্বর রিও ডি জেনিরো থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয়। ৮৮টি দেশে এই ট্রফি যাবে। বাংলাদেশে তিনদিন অবস্থান করার পর আগামী ২০ ডিসেম্বর এটি ভুটানে যাবে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত