শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন

696

Published on ডিসেম্বর 13, 2013
  • Details Image


শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস বাঙালি জাতির মহান মুক্তিসংগ্রামের ইতিহাসে এক বেদনাবিধূর অধ্যায়। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে পরিচালিত মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে জামাত শিবির নেতা-কর্মীদের সমন¦য়ে গঠিত আলবদর, আলশামস ও রাজাকার বাহিনী বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ দেশের সেরা সন্তানদের নির্মমভাবে হত্যা করে। তাঁদের মধ্যে ছিলেন মুনীর চৌধুরী, শহীদুলাহ কায়সার, ডাঃ ফজলে রাব্বি, আবদুল আলীম চৌধুরী, সিরাজউদ্দীন হোসেন, সেলিনা পারভীন, আনোয়ার পাশা, ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতা প্রমুখ।
শেখ হাসিনা বলেন, পাক হানাদার এবং তাদের দোসর রাজাকার-আলবদর ও আল-শামস বাহিনীর এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করা। এই ঘৃণ্য হত্যাকাণ্ডের ফলে জাতি হারায় তার মেধাবী সন্তানদের। বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তমনা শিক্ষক, লেখক, সাংবাদিক ও রাজনীতিকদের ওপর হামলা চালিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব হত্যাকাণ্ড ও যুদ্ধাপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হচ্ছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত