প্রধানমন্ত্রীকে ফোন : বাংলাদেশের আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে : জাতিসংঘ মহাসচিবের আশাবাদ

487

Published on ডিসেম্বর 11, 2013
  • Details Image


জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি আশা করি সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নির্বাচনে দেশের গণতন্ত্র আরো শক্তিশালী হবে।’
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বান কি-মুন আজ বিকেলে প্রধানমন্ত্রীকে ফোন করেন।
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে চলমান সহিংসতার নিন্দা জানান এবং আশা প্রকাশ করেন এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ হবে।
জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বাংলাদেশে প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সংগে ফোনে জাতিসংঘ মহাসচিবের এই কথোপকথন অনুষ্ঠিত হয়।
প্রেস সচিব বলেন, বান কি মুন তার বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
আজাদ জানান, এরআগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও টেলিফোনে প্রধানমন্ত্রীর সংগে কথা বলেন এবং বাংলাদেশের চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত