568
Published on ডিসেম্বর 8, 2013
তিনি রাষ্ট্রপতির শারীরিক অবস্থা সম্পর্কেও খোঁজ নেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ সিঙ্গাপুরে মেডিকেল চেকআপ ও চোখের চিকিৎসা শেষে শুক্রবার দেশে ফেরেন।
কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতির আগামীকালের দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কেও তারা আলোচনা করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের জনগণ এবং তাঁর নিজের পক্ষে নেলসন ম্যান্ডেলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল দক্ষিণ আফ্রিকা রওনা হবেন। বিশাল এ ব্যক্তিত্বের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বহু রাষ্ট্র ও সরকার প্রধান দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন।
এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ এবং পদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সুত্রঃ বাসস ও অন্যান্য সংবাদ সংস্থা