ম্যান্ডেলার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

528

Published on ডিসেম্বর 6, 2013
  • Details Image


শেখ হাসিনা বলেন, প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা তার দেশে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে উত্তরণের নেতৃত্ব দিয়েছেন, যা আগামী দিনগুলোতে অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি বলেন, নেলসন ম্যান্ডেলা তার দেশ ও বিশ্বে শান্তি এবং সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার জীবন উৎসর্গ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, তার প্রতি বাংলাদেশের জনগণ অসীম ভালবাসা ও শ্রদ্ধা পোষণ করে থাকে।
তিনি বলেন, তার জীবন ও ব্যক্তিত্ব ঘিরে যে কিংবদন্তীর সৃষ্টি হয়েছে তা বাংলাদেশে সৃজনশীল ও গণতান্ত্রিক কর্মকাণ্ডে প্রজন্মের পর প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।
শেখ হাসিনা ১৯৯৭ সালে বাংলাদেশের স্বাধীনতার ২৫ বছর পূর্তি উপলক্ষে নেলসন ম্যান্ডেলার বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।
তিনি বলেন, ‘ওই ঐতিহাসিক সফর বন্ধুপ্রতীম দু’দেশের মধ্যে আন্তরিক সম্পর্কের ভিত্তি রচনা করেছে। তার মৃত্যুতে বাংলাদেশ একজন প্রকৃত ও মহান বন্ধুকে হারাল।’
প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকার জনগণের এই দুঃসময়ে বাংলাদেশের জনগণ তাদের পাশে আছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত