রক্তের হোলি খেলা বন্ধ করুনঃ গণভবনে প্রধানমন্ত্রী

606

Published on ডিসেম্বর 4, 2013
  • Details Image

শেখ হাসিনা বলেন, বেগম জিয়া জনগণের রক্ত নিয়ে হোলিখেলায় মেতে উঠেছেন। কেননা, জনগণের রক্ত দেখে তিনি আনন্দিত হন। তিনি জনগণকে হত্যা করতে চান। কারণ, লাশ নিয়ে খেলায় তিনি অভ্যস্ত। দেশ ও জনগণের প্রতি তার কোনো দরদ নেই। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সভানেত্রী আজ বিকেলে গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির এক জরুরি বৈঠকে সূচনা বক্তৃতাকালে এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী জনগণের প্রতি খুনীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, ‘আমরা জনগণের রক্ত এবং লাশ দেখতে চাই না।’ তিনি বলেন, বিএনপি নেত্রী জনগণের লাশ দিয়ে বা তাদের হত্যা করে কিছুই পাবেন না। বরং এ হত্যাকান্ডের জন্য তাকে একদিন জবাবদিহি করতে হবে। ‘কাজেই জনগণকে হত্যা এবং তাদের রক্ত নিয়ে খেলা বন্ধ করার জন্য বিএনপি নেত্রীকে অনুরোধ করছি।’ 

শেখ হাসিনা বলেন, বিরোধী দলীয় নেতা নিরীহ জনগণকে হত্যার জন্য বিচারের সম্মুখীন হবেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে এবং একইভাবে নিরীহ জনগণকে হত্যার জন্য বেগম জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। প্রধানমন্ত্রী বলেন, বেগম জিয়া ক্ষমতায় যেতে না পারার দুঃখে মানুষ হত্যা শুরু করেছেন। তিনি (খালেদা জিয়া) জনগণের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন। কেননা, জনগণ তার দলকে ভোট দেয়নি। 

শেখ হাসিনা বলেন, বিরোধী দল ওসামা বিন লাদেনের মতো মিডিয়ায় ভিডিও ম্যাসেজ পাঠিয়ে ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছে। প্রকৃত রাজনীতিবিদ হলে তারা এ ধরনের ধ্বংসাত্মক কর্মকান্ডে লিপ্ত হতে পারতেন না। তিনি বলেন, ‘তারা রাজনীতিবিদ নয়, তারা খুনী এবং রাজনীতির কলঙ্ক।’ তিনি বলেন, বেগম জিয়া হরতাল ও অবরোধের সময় নিরীহ মানুষ মরতে দেখে পুলকিত হন এবং তাদের ‘সফল আন্দোলন’র জন্য সন্তোষ প্রকাশ করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত