অগণতান্ত্রিক শাসনব্যবস্থার রাস্তা তৈরি করছেন বিরোধীদলীয় নেত্রীঃ প্রধানমন্ত্রী

579

Published on নভেম্বর 30, 2013
  • Details Image


নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান করার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আর কোন মানুষকে যাতে আগুনে পুড়তে না হয় সেজন্য যুবলীগকে প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্ষমতার জন্য বেগম জিয়া পাগল হয়ে গেছেন। তিনি তার (বেগম জিয়া) সকল মানবিক মূল্যবোধ হারিয়ে এখন একের পর এক মানুষের জীবন নিচ্ছেন। কিন্তু তিনি মানুষ হত্যা করে কি পাচ্ছেন’- প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘আমার মনে হয় বেগম জিয়া নির্বাচন চান না। এ কারণে তিনি নির্বাচন বানচাল এবং দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়ার জন্য পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। ‘জনগণের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি থাকলে খালেদা জিয়া এত নিষ্ঠুর হতে পারতেন না’ উল্লেখ করে তিনি বলেন, যারা মানুষ এবং পবিত্র কোরআনের হাজার হাজার কপি পোড়াচ্ছেন তারা কিভাবে নিজেদের ইসলামের রক্ষক দাবি করেন এবং ইসলামের নামে রাজনীতি করেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে তাঁর অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৬ সালেও তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিলো কিন্তু তারা সময়মতো নির্বাচন করতে পারেনি। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রকে ব্যাহত করা ছাড়া ভবিষ্যতেও কোনো নির্বাচন করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেশে নির্বিঘ্ন গণতান্ত্রিক ব্যবস্থা চাই।’
বর্তমান নির্বাচন কমিশন (ইসি) প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিএনপিসহ সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী এ কমিশন গঠিত হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে যে কোনো নির্বাচন অনুষ্ঠানের পূর্ণ স্বাধীনতা দিয়ে আমরা একে শক্তিশালী করেছি। এই কমিশন বিভিন্ন পর্যায়ে ৫ হাজার ৮শ’টি নির্বাচন পরিচালনা করেছে এবং কোনপ্রকার বিতর্ক ছাড়াই ৬৪ হাজারের অধিক জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। বিএনপি শাসন আমলের নির্বাচন পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাগুরা, মিরপুর এবং বিশেষ করে ঢাকা-১০ আসনে বেগম জিয়ার এক নিকটজনকে নির্বাচিত করার জন্য যে ভোট কারচুপি করা হয়েছিলো সে কথা জনগণ এখনো ভোলেনি।
শেখ হাসিনা বলেন, বিএনপি সন্ত্রাস, জঙ্গীবাদ ও দুর্নীতি ছাড়া দেশকে আর কিছু দিতে পারেনি। তিনি বলেন, বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে এবং বিদেশে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে তারা নিজেদের ভাগ্য গড়েছিল। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাসী। দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে এবং আওয়ামী লীগ ওই পথেই রয়েছে। সকল গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যুবসমাজকে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও শিক্ষায় গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত