ধ্বংসাত্মক পথ পরিহার করে আলোচনায় যোগ দিন : প্রধানমন্ত্রী

567

Published on নভেম্বর 7, 2013
  • Details Image


শেখ হাসিনা বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবে না। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দেয়া রায় কার্যকর করা হবে। ইনশাল্লাহ।’
আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যদি নিজেদের জন্য এবং আপনাদের সন্তানদের জন্য শান্তি চান, তাহলে আওয়ামী লীগের পক্ষে ভোট দিন।’
আওয়ামী লীগের পক্ষে আবারো ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার ফলে দেশের প্রতিটি খাতে ব্যাপক সাফল্য পরিলক্ষিত হচ্ছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে শান্তি ও সমৃদ্ধি দিয়েছে, অন্যদিকে বিএনপি যুদ্ধাপরাধীদের সঙ্গে যোগসাজস করে জনজীবন থেকে শান্তি ছিনিয়ে নিয়েছিল।’
দেশে বিভিন্ন খাতে অর্জিত সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র পরিবারগুলোর লাখ লাখ শিশু এখন শিক্ষার সুযোগ পাচ্ছে। এছাড়া, গ্রামের লোকজন তাদের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পেরেছে বলে লোকজন এখন দুবেলা পেট পুরে খেতে পারছে। তিনি আরো বলেন, ‘আমাদের সরকারের আমলে জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।’
শেখ হাসিনা বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলে খালেদা জিয়ার মাথা খারাপ হযে যায়। এ প্রসঙ্গে শেখ হাসিনা পুনরায় তাঁর দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেন, ১৯৭১ সালের দৃর্বৃত্তদের বিচার সম্পন্ন করা হবে। তিনি বলেন, আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। ট্রাইব্যুনাল রায় প্রদান শুরু করেছে এবং ইনশাআল্লাহ এই রায় কার্যকর করা হবে।
বিডিআর বিদ্রোহের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণেই এ বিচার সম্পন্ন করা সম্ভব হয়েছে। বিচারের রায়ও কার্যকর করা হবে।
বিএনপি-জামায়াত জোট সরকারের ৫ বছরের শাসনামলে লাগামহীন দুর্নীতি ও সন্তাসের তীব্র সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তারা সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি ছাড়া জনগণকে আর কিছুই দিতে পারেনি। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সীমাহীন দুর্নীতি ও সন্ত্রাসের কারণে লজ্জায় আমাদের মাথা নত হয়ে যায়।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতা জরিমানা দিয়ে তার কালো টাকা সাদা করেছেন। তার দুই ছেলে বিদেশে অর্থ পাচার করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে। আমরা বিদেশ থেকে এ অর্থ ফেরত এনেছি।
সজিব ওয়াজেদ জয় জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে পুনঃনির্বাচিত করবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো সমৃদ্ধ হবে।’
বিগত বিএনপি-জামায়াত সরকারের তীব্র সমালোচনা করে বিশিষ্ট এই আইটি বিশেষজ্ঞ বলেন, তারা ক্ষমতায় আসলে সন্ত্রাস, দুর্নীতি ও লোডশেডিং আবার ফিরে আসবে।
জয় বলেন, বর্তমান সরকারের গত চার বছর ১০ মাসের শাসনামলে বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি খাতে দেশের ব্যাপক উন্নতি হয়েছে। তিনি বলেন, হত্যা, সন্ত্রাস ও বোমাবাজি ছাড়া বিএনপি দেশকে আর কিছুই দিতে পারেনি।
এর আগে প্রধানমন্ত্রী শুভাড্ডা খাল পুনঃখনন ও প্রতিরক্ষা বাঁধ, নতুন রাস্তারচর স্কুল ও কলেজ, বান্ডা ডাকপাড়া প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের সংস্কার কাজ উদ্বোধন করেন।
এছাড়া তিনি জিনজিরা কনভেনশন সেন্টার, কেরানিগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, তেঘরিয়া বিডি গ্রাউন্ডে স্টেডিয়াম, আগানঘরে ইনডোর স্টেডিয়াম, ধলেশ্বরী হানাফিয়া জামে মসজিদ, চান্দিতলা মন্দিরের নতুন ভবন, কেরানিগঞ্জ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত