আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে সিআরআই এর বিশেষ স্টল ও প্রদর্শনী

468

Published on অক্টোবর 24, 2016
  • Details Image

Albd.org স্টলঃ

এই স্টল থেকে পুস্তিকা, পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড, ফ্ল্যাশকার্ড ইত্যাদি বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধনের সুবিধাও ছিল এই স্টলে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বানানো বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শনের জন্য আলাদা একটি কক্ষ ছিল এখানে। সন্ধ্যায় এই স্টলে অনুষ্ঠিত হয় একটি বিশেষ ‘লেট’স টক’ অনুষ্ঠান যেখানে সরকারের কয়েকজন সফল মন্ত্রী ও জনপ্রিয় নেতারা দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই স্টলে নাম মাত্র মুল্যে মগ, টি-শার্ট ও কিছু বই বিক্রি করা হয়।

সিআরআই স্টলঃ

সিআরআই স্টলের মুল আকর্ষণ ছিল পুস্তিকা, পোস্টার, প্ল্যাকার্ড, লিফলেটের বিনামূল্যে বিতরণ। এই প্যাভিলিয়নে দেশের বিভিন্ন খাতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও সংস্থাটির বিভিন্ন কর্মকাণ্ডের সম্বন্ধে সম্মেলনে আগত অতিথিদের ধারনা দিতে কিছু ভিডিও প্রদর্শন করা হয়।

বিশেষ প্রদর্শনীঃ

বাংলাদেশ ও আওয়ামী লীগের ইতিহাসকে সহজভাবে তুলে ধরতে সোহরাওয়ার্দি উদ্যানে সিআরআই কয়েকটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন সময়ের দুর্লভ ছবি নিয়ে তৈরি করা হয় ‘ছবিতে বঙ্গবন্ধু’। ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সংগ্রামকে তুলে ধরতে ‘জননেত্রী শেখ হাসিনার ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম (১৯৮১-১৯৯৬)’ এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম থেকে এখন পর্যন্ত সংগ্রাম ও উন্নয়নের ইতিহাসকে তুলে ধরতে ‘বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা (১৯৪৯-২০০৮) শীর্ষক দুটি প্রদর্শনীর আয়োজন করে সিআরআই। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়েও সিআরআই এর উদ্যোগে একটি প্রদর্শনি ছিল সম্মেলনস্থলে।

সিআরআই কর্তৃক প্রস্তুতকৃত ও প্রচারিত প্রকাশনার লিঙ্কঃ http://cri.org.bd/files/albd_council_2016/

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত