445
Published on অক্টোবর 24, 2016প্রতিটি প্রকাশনা, পোস্টার, লিফলেট, ফ্ল্যাশকার্ড কাউন্সিল অধিবেশনে সিআরআই এর দুটি বিশেষ প্যাভিলিয়ন ‘সিআরআই’ এবং ‘www.albd.org’ এ প্রদর্শিত এবং বিনামুল্যে বিতরণ হয়। সারাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতাকর্মীরা এই প্রকাশনাগুলো বিপুল উৎসাহ নিয়ে সংগ্রহ করেন।
একই সাথে পোস্টার, লিফলেট, ফ্ল্যাশকার্ডগুলো অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইট এ ব্যাপকভাবে প্রচার করা হয়। এর ফলে গত এক সপ্তাহে দলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই তথ্য গুলো ১ কোটি মানুষের কাছে পৌঁছায়।
লিফলেট
লিফলেটে আর্থসামাজিক উন্নয়ন, স্বাস্থ্যখাতে উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, ডিজিটাল বাংলাদেশ, বিদ্যুৎ খাতের উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে।
পোস্টার
২০তম কাউন্সিলের স্মৃতি ধরে রাখার জন্য সিআরআই কয়েকটি রঙ্গিন পোস্টারও প্রকাশ করে। বঙ্গবন্ধু, দলীয় প্রতীক নৌকা এবং ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে এই তিনটি পোস্টার সম্মেলনে আগতদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
প্ল্যাকার্ড
স্বাধীনতা-পুর্ব আওয়ামী লীগের স্লোগান ‘জয় বাংলা’ আর ডিজিটাল বাংলাদেশের স্লোগান ‘এখানেই থামবো না’ এই দুটি কে নিয়ে দুইটি প্ল্যাকার্ড ও প্রকাশ করে সিআরআই। সম্মেলনে আগত অতিথিদের হাতে হাতে শোভা পাচ্ছিল এই লাল-সবুজ প্ল্যাকার্ড দুটি।
সিআরআই কর্তৃক প্রস্তুতকৃত ও প্রচারিত প্রকাশনার লিঙ্কঃ http://cri.org.bd/files/albd_council_2016/