705
Published on সেপ্টেম্বর 5, 2013
সংবিধান সংশোধনের প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরে শেখ হাসিনা বলেন, "সংবিধান সংশোধনের বিশেষ কমিটিতে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধি নেয়া হয়েছে। শুধু বিএনপি সেখানে প্রতিনিধি দেয়নি। তবে আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে তারা উপস্থিত ছিলেন। এই বিল সেখানে তারা অনুমোদন করেন। এখন কেন প্রশ্ন তুলছেন?"তত্ত্বাবধায়ক বাতিল বিল পাশ করার সময় এর পক্ষে ২৯১টি ভোট পড়ে বলেও উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ শান্তি বিশ্বাস করে দাবি করে তিনি বলেন, ৪২ বছরে কখনো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। শুধু ২০০১ সালে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে।
বিএনপি চেয়ারপার্সনের ছেলের টাকা পাচারের তথ্য তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, মানি লন্ডারিংয়ের টাকা দেশে ফেরত এসেছে। চক্ষুলজ্জা বলে একটা কথা থাকলেও তাদের তা নেই। আমরা নিজের ভাগ্য গড়তে আসি নি, জনগণের ভাগ্য গড়তে এসেছি। জাতির পিতার মতো মানুষের অধিকার নিশ্চিত করতে চাই।"ছাত্রলীগ নেতাকর্মীদের আন্তর্জাতিক মানের পড়াশুনা করারও তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "জিয়া ছাত্রদের হাতে অস্ত্র-মাদক তুলে দিয়েছিল, আমি তাদের হাতে কাগজ-কলম বই তুলে দিয়েছি। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। নিজেদের গড়ে তুলতে হবে। ফেল করা নেতৃত্ব ক্ষমতায় এলে দেশের কি অবস্থা হয় তা সবাই জানে।" ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "সংগঠন করতে হবে। তবে লেখাপড়া বাদ দিয়ে নয়। ত্যাগের মধ্য দিয়ে দেশের কাজ করা যায়। ত্যাগ ছাড়া কোনো অর্জন সম্ভব নয়। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্য দেয়ার আগে ছাত্রলীগের বার্ষিক প্রকাশনা 'মাতৃভূমির' মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আজ বিকালে এখানে ধানমন্ডিতে বঙ্গবন্ধুভবনের সামনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা করছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে। ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বক্তৃতা করেন।