আগামী নির্বাচন সবাইকে নিয়ে করতে চান আওয়ামী লীগ নেতৃবৃন্দ

740

Published on সেপ্টেম্বর 5, 2013

 

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকালীন সরকার কি হবে তা পরিস্কারভাবে সংবিধানে লেখা আছে। তারপরেও বিরোধী দল চাইলে তা নিয়ে আলোচনা হতে পারে। আইন প্রণয়নের জন্য সংসদ আসল জায়গা উল্লেখ করে তিনি বলেন," ১২ সেপ্টেম্বর সংসদ বসছে। আসুন। সংসদে এসে আলোচনা করুন। অরাজনৈতিক ব্যক্তিকে নিয়ে ঘাটাঘাটি করে সংকট আরো বাড়িয়ে কোন লাভ নেই।" হানিফ আরো বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা সবাইকে নিয়ে করতে চাই। কিন্তু তা সংবিধান অনুযায়ী হতে হবে। বিএনপির প্রতি আহবান জানিয়ে তিনি বলেন,বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। আসুন আমরা আলোচনায় বসে সকল সমস্যার সমাধান করি। আগামী নির্বাচনের আগে সকল সংকট নিরসন করে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগ প্রচার সম্পাদক ও বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ যুদ্ধাপরাধী, জামাত-শিবিরের সঙ্গ ত্যাগ করতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, অগণতান্ত্রিক সরকারের আশা ছেড়ে দিয়ে সংবিধানের পথে আসুন। যুদ্ধাপরাধী, জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ করুন। তা না হলে দেশবাসী আগামী নির্বাচনে আবারও আপনাদের প্রত্যাখান করবে। তিনি আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত 'তারেক কোকোর অর্থ ফেরত-দেশবাসীর প্রত্যাশা পূরণ- সরকারের সাফল্য' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত