753
Published on সেপ্টেম্বর 5, 2013তিনি বলেন, আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা করেছে সিঙ্গাপুর সরকার। টাকা ফেরত এসেছে সিঙ্গাপুর থেকে। এই মামলার বিষয়ে সরকারকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন সুযোগ নেই। বর্তমান সরকার উদ্দেশ্যমূলক ভাবে অথবা রাজনৈতিক ভাবে হয়রানি করতে বিরোধী দলকে কোন মামলা দেয়নি। এই মামলা ১/১১ সরকারের সময় তদন্ত শুরু হয়। সিঙ্গাপুর সরকার ও আদালত এই অর্থ পাঠিয়েছে এই শর্তে যে শুধু দুদককে তারা এই টাকা ফেরত দিবে। কোকো রহমান ব্যবসা করার জন্য সিঙ্গাপুরে দুটি প্রতিষ্ঠান খুলেন এবং দুটি একাউন্ট খুলেন। মাত্র একটি একাউন্টের টাকা ফেরত এসেছে। আমরা আরেকটি একাউন্ট এর টাকা ইনশাল্লাহ এই সরকারের আমল্ইে ফিরিয়ে আনবো।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ফখরুল সাহেব অভিযোগ করেছেন তাদেরকে আত্মপ সমর্থনের সুযোগ না দিয়ে এক তরফাভাবে বিচার কার্য চালানো হয়েছে। আদালত থেকে বার বার বলা সত্তেও তারা কেউ আদালতে আসেননি। কারণ তারা নিজেদের নির্দোষ প্রমাণিত করতে পারবে না বলে প্যারলে মুক্তি নিয়ে বিদেশে আত্মগোপন করে আছে। আওয়ামী লীগ নেতা বলেন, ফখরুল ইসলাম কোন তথ্য ছাড়াই অনেকটা পিঠ বাচানোর মত কথা বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে চলে যান।ভবিষ্যতে যাতে এইরকম দুর্নীতিবাজ অর্থপাচারকারীরা যাতে আবার মতায় আসতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার জন্য আমরা অনুবোধ করছি।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডা: দিপু মনি, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন প্রমুখ